রবীন্দ্র সংগীতের অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী দম্পতি খায়রুল আনাম শাকিল ও মাসুদা আনাম কল্পনা। কবি গোলাম মোস্তফার স্ত্রীর ইচ্ছে পূরণ করতেই তারা প্রথমবারের মতো একটি রবীন্দ্র সংগীতের অ্যালবামে গান করলেন। অ্যালবামের নাম ‘একটুকু ছোঁয়া লাগে’। আগামী ২০ মে সন্ধ্যায় রাজধানীর ধানম-িতে অবস্থিত ‘ছায়ানট’ মিলনায়তনে অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি গোলাম মোস্তফার সহধর্মিণী মিসেস সুস্মিতা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুস্তাফা মনোয়ার, সুলতানা কামাল ও ইফফাত আরা দেওয়ান।

অ্যালবামে মোট গান আছে ১৪টি। ছয়টি একক গান গেয়েছেন খায়রুল আনাম শাকিল এবং সাতটি একক গান গেয়েছেন মাসুদা আনাম কল্পনা। শুধু তুমি রবে নীরবে’ গানটি দ্বৈত কণ্ঠে তারা দুজন গেয়েছেন। এ প্রসঙ্গে খায়রুল আনাম শাকিল বলেন, ‘সুস্মিতা ইসলামের নাম অনেকেই জানেন, তার অত্যন্ত সুলিখিত স্মৃতিকথা বেঙ্গল ফাউন্ডেশন থেকে বেরিয়েছে। তিনি আমাদের নিকট আত্মীয়, আমাকে খুব স্নেহ করেন। খালা অনেক দিন থেকে আমার গান শুনছেন। কয়েক দশক আগে, আমি তখন লন্ডনে পড়াশোনা করতে গেছি, তখন তিনিও লন্ডন ছিলেন। তখন থেকে আমার গান শুনছেন। তার শখ অবশ্যই অ্যালবাম প্রকাশের একটি বড় কারণ, তবে কল্পনা না হলে এই অ্যালবাম প্রকাশ করা সম্ভব হতো না।’
মাসুদা আনাম কল্পনা বলেন, ‘খালা (সুস্মিতা ইসলাম) আমাদের দুজনকেই খুব স্নেহ করেন। তার ওপর তিনি গভীর সংগীতানুরাগী। খালার অনেক দিনের শখ শাকিলের কণ্ঠে রবীন্দ্রসংগীত শোনার। আমাকে তিনি একবার সেই কথাটা বলেন। খালা আমাদের গান এত ভালোবাসেন, আমি ভাবলাম খালার এই কথাটা রাখতে পারলে খুব ভালো লাগবে। আমি শাকিলকে বললাম সেই কথা। শাকিলও ভেবেচিন্তে রাজি হয়ে গেল।’ অ্যালবামের সংগীতায়োজন করেছেন দুর্বাদল চট্টোপাধ্যায় ও অমস্নান দত্ত।

 

মূল নিউজঃ রবীন্দ্র সংগীতের অ্যালবাম নিয়ে নজরুলশিল্পী দম্পতি