দেশের প্রখ্যাত নজরুলসঙ্গীত শিল্পী খায়রুল আনাম শাকিল ও মাসুদা আনাম কল্পনা। সচরাচর রবীন্দ্রনাথের গান করলেও এবার প্রথমবারের মতো রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম করলেন এ দম্পতি। ‘একটুকু ছোঁয়া লাগে’ শিরোনামে অ্যালবামে রয়েছে কবিগুরুর ১৪টি গান। অ্যলবামের সঙ্গীতায়োজন করেছেন ভারতের দূর্বাদল চট্টোপাধ্যায় ও অম্লান দত্ত। আগামী ২০ মে সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে এর প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন কবি গোলাম মোস্তফার পুত্রবধূ সুস্মিতা ইসলাম। বিশেষ অতিথি থাকবেন শিল্পী মুস্তাফা মনোয়ার, সুলতানা কামাল ও ইফফাত আরা দেওয়ান। অ্যালবামে মোট ছয়টি একক গানে কণ্ঠ দিয়েছেন খায়রুল আনাম শাকিল এবং সাতটি একক গান করেছেন মাসুদা আনাম কল্পনা। ‘তুমি রবে নীরবে’ গানটিতে দ্বৈত কণ্ঠে গেয়েছেন দু’জন।

অ্যালবাম প্রসঙ্গে খায়রুল আনাম শাকিল বলেন, ‘সুস্মিতা ইসলামের অনুরোধেই কবিগুরুর গানে কণ্ঠ দেওয়া। তার শখ পূরণ করতেই আমি আর কল্পনা এ প্রয়াস নিয়েছি।’

– See more at: http://bangla.samakal.net/2017/05/17/293024#sthash.F6XJKDnB.dpuf